রাজধানীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

  01-12-2016 01:17AM

পিএনএস ডেস্ক : রাজধানীর দক্ষিণ খান পাড়া এলাকার একটি বাসায় মাহমুদা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে লাশ উদ্ধার করে বুধবার (৩০ নভেম্বর) ভোরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। নিহত মাহমুদা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার মল্লিক বাড়ি গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে।

দক্ষিনখান থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান জানান, মাহমুদা ৮-৯ বছর আগে বাবা-মার অমতে ফুটপাতের কাপড় ব্যবসায়ী জসিমকে বিয়ে করে দক্ষিন খান পাড়ায় ১১১/১ নম্বর বাসায় ভাড়া থাকতেন। এ কারণে পরিবারের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার সময় জসিম তার শাশুড়িকে ফোন দিয়ে বলে, আপনার মেয়ে মারা গেছে। আপনারা এসে লাশ নিয়ে যান। পরে ঢাকায় থাকা মাহমুদার খালাত ভাইকে খবর দিলে সে তার বাসায় এসে দেখে বাইরে থেকে দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে দেখে সে বেডের উপর মরে আছে।

তিনি আরও জানান, নিহতের গলায়, বাম কনুই এবং বাম পায়ের গোড়ালিতে আঘাতের দাগ আছে।

ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন