তুরাগ তীরে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

  02-12-2016 12:34PM


পিএনএস: টঙ্গীতে তুরাগ নদের তীরে শুরু হয়েছে পাঁচ দিনের জোড় ইজতেমা।

প্রতিবছর বিশ্ব ইজতেমার ৪০ দিন আগে ‘জোড় ইজতেমা’ হয়ে থাকে। এ বছর শুরু হল শুক্রবার সকালে।

ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি মওলানা গিয়াস উদ্দিন আহমেদ বলেন, “জোড় মানে মিলন বা সম্মিলন। পাঁচ দিনের জোড় ইজতেমায় তিন চিল্লাওয়ালা সাথীরা অংশ নেন। জোড় শেষে ইসলামের দাওয়াতের কাজে বের হবেন সাথীরা।
“আসছে ১৩ জানুয়ারি তারা তিন দিনের বিশ্ব ইজতেমার মূল পর্বে শরিক হবেন।”

শুক্রবার ফজর নামাজের পর ভারতের মওলানা ইকবাল হাফিজের ‘কালগুজারি’ বয়ান দিয়ে জোড় ইজতেমা শুরু হয়। তার বয়ান বাংলায় অনুবাদ করেন বাংলাদেশি মওলানা আব্দুল মতিন।

মঙ্গলবার দুপুরে মোনাজাতের মধ্য দিয়ে জোড় ইজতেমা শেষ হওয়ার কথা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন