সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি হিন্দু মহাজোটের

  02-12-2016 01:56PM

পিএনএস ডেস্ক: প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট বা ধর্ষণের মতো অপরাধমূলক কাজ চলছে কিন্তু প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করছে উল্লেখ করে দেশের হিন্দু সম্প্রদায়কে রক্ষার জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসন সংখ্যালঘু সুরক্ষা আইন করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিভিন্নভাবে অত্যাচারিত হয়ে হিন্দু সম্প্রদায় নীরবে দেশ ত্যাগ করছে। দেশে হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব আজ বিপন্ন। এসব জঘন্য অপরাধের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুতবিচার ট্রাইব্যুনালে দোষীদের বিচার নিশ্চিত করে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করা হোক।

আয়োজক সংগঠনের সভাপতি দীনবন্ধু রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, সদস্য সোনালী দাস, সুবীর কুমার সাহা ও উত্তম দাস প্রমুখ।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন