মিজাফ ক্রিয়েটিভ এ্যাওয়ার্ড পেলেন লায়ন গনি বাবুল

  04-12-2016 08:20PM

পিএনএস: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ‘সফল সমাজসেবক’ হিসেবে ‘ ৯ম মিজাফ ক্রিয়েটিভ এ্যাওয়ার্ড’ এ ভূষিত হয়েছেন। মিডিয়া জার্নালিষ্ট ফোরাম এর এই এ্যাওয়ার্ড ৩ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার তোপখানা রোডস্থ বিএমএ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রধান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। সংগঠনের মহাসচিব সাঈদ মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ ও কবি আসাদ কাজল।


উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল তাঁর নিজ জন্মস্থান গাজীপুর জেলার শ্রীপুরে স্কুল, মসজিদ, মাদ্রাসা, পাঠাগার, শিশু গণশিক্ষা কেন্দ্র প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা পালন করেছেন। তিনি একজন সফল সংগঠক হিসেবে ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন শতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবত জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনে নানা গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করে আসছেন। তিনি এই পদকে ভূষিত হওয়ায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন