বাংলাদেশ সঠিক পথে হাঁটছে

  05-12-2016 09:47PM

পিএনএস: সেনাবাহিনীর প্রাক্তন প্রধান লে. জেনারেল মোহাম্মদ নূর উদ্দিন খান বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় বাংলাদেশ সঠিক পথে হাঁটছে। যদিও এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবুও আমরা এটি শক্ত হাতে প্রতিরোধ করছি।

সোমবার রাজধানীর ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলনায়তনে ‘সন্ত্রাসবাদ প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

জঙ্গিবাদ প্রতিরোধে পারিবারের ‍গুরুত্ব তুলে ধরে নূর উদ্দিন খান বলেন, ‘ইসলামের সঙ্গে জঙ্গিবাদের কোনো সম্পর্ক নেই। তরুণ সমাজকে সন্ত্রাস ও জঙ্গিবাদের হাত থেকে বাঁচাতে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে পরিবারের ভূমিকা সবেচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সন্তানদের বিষয়ে পরিবারগুলোকে আরো সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমাদের সচেতন হতে হবে। সচেতনতাই হতে পারে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের প্রথম হাতিয়ার।’

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর মহাপরিচালক মেজর জেনারেল কে এম আব্দুর রহমানের সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী প্রাক্তন রাষ্ট্রদূত ফারুক সোবহান, র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন