‘রোহিঙ্গা হত্যা’ প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ

  06-12-2016 02:46PM

পিএনএস ডেস্ক: রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে আগামী ১৮ ডিসেম্বর মায়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ঢাকাস্থ মায়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল থেকে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে থেকে দলটির হাজার হাজার নেতাকর্মী গুলশানে অবস্থিত মায়ানমার দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলসহ স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা দেয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে পৌঁছলে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে মায়ানমার অভিমুখে লংমার্চের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন