জাপানিজ রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ

  07-12-2016 12:06AM

পিএনএস ডেস্ক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় রাজধানীর গুলশান-২ এর ৩৫ নম্বর রোডে সামদাদো জাপানিজ কুইজিন নামের রেস্তোরাঁটি সাময়িক বন্ধ রেখেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে রেস্টুরেন্টটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

এর আগে, সন্ধ্যার দিকে সিআইডির ফরেনসিক ইউনিটের ৮-১০ জন সদস্য ঘটনাস্থল পর্যবেক্ষণ করেন। মাহবুবুল হক শাকিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও বিষয়টি নিশ্চিত হতে সিআইডির ফরেনসিক ইউনিট ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে।

গুলশান থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. সালাহ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সাংবাদিকদের জানান, শাকিলের মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালে রাখা হবে। ময়নাতদন্ত শেষে সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব ময়মনসিংহের বাগমারায় দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাকিলের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বারডেম হাসপাতালে প্রবেশ করেছে বলে হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শহিদুল হক মল্লিক জানিয়েছেন। সন্ধ্যা ৬টার দিকে গুলশানের জাপানিজ রেস্টুরেন্ট থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি বারডেম হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশান-২-এর সামদাদো চাইনিজ কুইসিন রেস্টুরেন্ট-এ (রোড-৩৫, হাউস নম্বর ২৭) মারা যান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন