কক্সবাজারে মেরিন ড্রাইভ নির্মাণ করা হচ্ছে: প্রধানমন্ত্রী

  07-12-2016 09:56PM

পিএনএস: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কক্সবাজার সমুদ্র সৈকত সুরক্ষা এবং সহজে সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্য্য উপভোগের সুবিধার্থে ৮০ কিলোমিটার দীর্ঘ কক্সবাজার-টেকনাফ-সাবারাং মেরিন ড্রাইভ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বুধবার তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা বেগমের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ১ম পর্যায়ে ২৪ কিলোমিটার (কলাতলি থেকে ইনানি) ও ২য় পর্যায়ে ২৪ কিলোমিটার (ইনানি থেকে সিলখালী) মেরিন ড্রাইভ নির্মাণ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, ৩য় পর্যায়ে অবশিষ্ট ৩২ কিলোমিটার (সিলখালী-টেকনাফ-সাবারাং) মেরিন ড্রাইভ নির্মাণ কাজ চলমান রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এছাড়া বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পর্যটন আকর্ষণ বগালোক ও কেওক্রাডং-এ যাতায়াত সহজ করার লক্ষ্যে ১৭ কিলোমিটার দীর্ঘ রুমা-বগালোক-কেওক্রাডং সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। বাসস

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন