‘বাংলাদেশকে বাতিল সাবমেরিন দিচ্ছে চীন’

  09-12-2016 02:28PM

পিএনএস: চীন থেকে যে দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন ক্রয় করেছে বাংলাদেশ তা অপ্রচলিত৷ এমনই জানিয়েছেন এক রাশিয়ান বিশেষজ্ঞ৷ তার দাবি সাবমেরিনগুলো ১৯৮০ সালে তৈরি৷

জানিয়েছেন রাশিয়ান মিলিটারি বিশেষজ্ঞ৷-ভারতীয় বাংলা অনলাইন নিউজ পোর্টাল ‘কলকাতা২৪x৭’ এক প্রতিবেদনে বিষয়টি উল্লেখ করে।

১৯৯০-২০০০ সালে 035G সাবমেরিনগুলো কমব্যাট ট্রেনিংয়ের জন্য ব্যবহার করেছিল চীনা সেনারা৷ এগুলোতে রয়েছে নয়া টর্পেডো ও সোনার স্টেশন৷ যা আবার ফ্রান্সের থেকে নকল করা৷

রাশিয়ান বিশেষজ্ঞের মতে, তৈরির সময়ই অপ্রচলিত হয়ে পরেছিল সাবমেরিনগুলো৷ যার কারণেই পরে রাশিয়ার থেকে ১২টি সাবমেরিন ক্রয় করতে হয়েছিল চীনকে৷


বাংলাদেশ নৌসেনার বিশেষজ্ঞদের অজ্ঞতার কারণেই তাদেরকে এ সাবমেরিন বিক্রি করতে পেরেছে চীন৷ এমনই জানিয়েছেন বিশেষজ্ঞরা।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন