নাফ নদীতে রোহিঙ্গাবাহী ৫ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

  09-12-2016 04:04PM

পিএনএস ডেস্ক: কক্সবাজারের টেকনাফের নাফ নদীর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় রোহিঙ্গাদের বহনকারী পাঁচটি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।
শুক্রবার ভোর থেকে সকালে পর্যন্ত নাফ নদীর তিনটি পয়েন্টে বিজিবির সদস্যরা এ অভিযান চালায় বলে টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান।

গত ৯ অক্টোবর মিয়ানমারের সীমান্ত রক্ষাবাহিনীর তিনটি নিরাপত্তা চৌকিতে ‘বিচ্ছিন্নতাবাদীদের’ হামলা ঘটনার পর দেশটির সেনা বাহিনীর অভিযান শুরু হয়। এরপর থেকে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আবুজার আল জাহিদ বলেন, শুক্রবার ভোরে ও সকালে নাফ নদী দিয়ে পাঁচটি নৌকায় রোহিঙ্গাদের নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল। বিজিবির টহলদল তাদের মিয়ানমারের দিকে ফেরত পাঠিয়েছে।
প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে অন্তত ৫০ জন রোহিঙ্গা ছিল বলে জানান তিনি।

গত শতকের ৮০ এর দশকের শেষ ভাগ থেকে মিয়ানমারে রাজনৈতিক সহিংসতার মধ্যে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় পায়। তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন