গ্যাস লাইনের জন্য কাটা হবে ১৩ হাজার গাছ

  09-01-2017 08:35PM

পিএনএস, এবিসিদ্দিক : শ্রীপুর থেকে জয়দেবপুর পর্যন্ত গ্যাস সঞ্চালন লাইন করতে বনের গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডকে (তিতাস গ্যাস) তিন কিলোমিটার জায়গায় ১৩ হাজার ৩৫৬টি গাছ কাটার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিক বলেন, ২০২২ সাল পর্যন্ত গাছ কাটায় নিষেধাজ্ঞা আছে। কিন্তু জাতীয় স্বার্থে মন্ত্রিসভা গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে। মোট গাছের মধ্যে চার হাজার ১১টি বিক্রি করা যাবে। বাকি নয় হাজার ৩৪৫টি চারা গাছ। যতগুলো গাছ কাটা হবে তার দ্বিগুণ তিতাস গ্যাস কোম্পানি রোপন করবে। নতুন করে ২৬ হাজার গাছ লাগানো হবে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন