সারা দেশে ১২৮ সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন

  10-01-2017 03:07PM


পিএনএস: ৩ হাজার ৯২৭ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ১২৮টি সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। আজ মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ ১২৮টি সেতু নির্মাণ করা হবে। সেতুগুলোর মোট দৈর্ঘ্য হবে ২৬ হাজার ৭৪০ মিটার। প্রয়োজন অনুযায়ী ৬৪টি জেলায় সেতুগুলো নির্মিত হবে।

এ ছাড়াও চট্টগ্রামে পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশনে ১৮৯১ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ দুটিসহ একনেক সভায় মোট ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলোর মোট ব্যয় ৮ হাজার ৮৭৪ কোটি ১৬ লাখ টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ১৪৯৫ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পের সার্বিক বিষয় তুলে ধরেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন