পাঠ্যবইয়ের ভুলসংশোধন কমিটিতে আলেমদের রাখুন: মাসঊদ

  11-01-2017 07:15AM

পিএনএস ডেস্ক: পাঠ্যবইয়ের ভুলসংশোধন কমিটিতে হক্কানি আলেমদের রাখার দাবি জানালেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
তিনি বলেন, ভুল হতেই পারে, তবে শিক্ষাবিভাগের ‘ইজ্জত’ যায় এমন ভুল না হওয়া উচিত। চলতি বছরের পাঠ্যবইয়ের এমন ভুল কোনো ভাবেই মেনে নেয়ার মত নয়। এসব ভুল থেকে বাঁচতে হক্কানি আলেমদের সব সময় সাথে রাখুন।
আল্লামা মাসঊদ বলেন, ইসলাম বিষয় নিয়ে সমস্যা সমাধানে হক্কানি আলেমদের বিকল্প নেই। হক্কানি আলেমদের অন্তর্ভুক্ত করলে দেশের শিক্ষা বিভাগ লাভবান হবে। বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রণালয় যথাযথ গুরু দায়িত্ব পালন করবে বলে আমরা আশাবাদি।
জমিয়তুল উলামা সভাপতি বলেন, হক্কানি আলেমগণ দেশের মঙ্গলে নিবেদিত। সুতরাং তাদের সহযোগিতা নিন। দেশকে এগিয়ে নিতে আলেমদের সহযোগিতা শিক্ষা বিভাগকে উপকৃত করতে পারে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন