ইজতেমায় দুই দিনে ৬ মুসল্লির মৃত্যু

  13-01-2017 11:29AM

পিএনএস ডেস্ক: বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা সুমল্লিদের মধ্যে শুক্রবার সকাল পর্যন্ত ৬ মুসল্লি মৃত্যুবরণ করেছেন।

সকাল নয়টার দিকে বাবুল মিয়া (৬০) নামে এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি ফেনীর দাগনভূইয়া উপজেলার মাছিমপুর গ্রামের আ. রশিদের ছিলে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে বিশ্ব ইজতেমার প্রথমপর্বে যোগ দিতে আসা ছয় মুসল্লির মৃত্যু হলো।

এর আগে বুধবার দিবাগত রাতে কক্সবাজারের মো. হোসেন আলী (৬৫), বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের নান্দাইলের মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে মো. ফজলুল হক (৫৬), বিকেলে সাতক্ষীরা জেলা সদরের খেজুরডাঙ্গা এলাকার মৃত আব্দুস সোবাহানের ছেলে আ. আব্দুস সাত্তার (৬০), সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নিজবন্নী এলাকার মো. জানু ফকির (৭০) ও রাতে মানিকগঞ্জের সাহেব আলী (৩৫) মারা যান।

তারা সবাই বার্ধক্যজনিত কারণে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পারভেজ জানান।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন