সিঙ্গাপুর নেওয়া হলো ফটোসাংবাদিক জিয়াকে

  13-01-2017 09:50PM

পিএনএস : রাজধানীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকার ফটোসাংবাদিক জিয়া ইসলামকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়।

দৈনিক প্রথম আলোর সিটি এডিটর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রতিটি মানুষের চোখের পানি দেখে আমার বুক ফেটে যাচ্ছে। তার মধ্যে জিয়াকে সঙ্গে নিয়ে সিঙ্গাপুর রওনা দিলাম। প্লেন ছাড়ল সন্ধ্যা ৭-১০টায়। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসায় সেরে উঠবেন জিয়া। আল্লাহ সহায় আছেন।’

এর আগে, অ্যাপোলোর নিউরো সার্জারির স্পেসিফিক আইসিউ কেন্দ্রে ভর্তি ছিলেন জিয়া। দুর্ঘটনার পর প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলেও পরে সেখান থেকে অ্যাপোলো হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

প্রসঙ্গত, সোমবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটির সামনে দুর্ঘটনার শিকার হন প্রথম আলোর প্রধান ফটোসাংবাদিক জিয়া ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলাবাগান থানা পুলিশ অভিনেতা কল্যাণ কোরাইয়াকে গ্রেফতার করেছে।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল



@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন