কুয়াকাটায় বিচ কার্নিভাল শুরু

  14-01-2017 11:59AM

পিএনএস ডেস্ক:কুয়াকাটার ইতিহাস-ঐতিহ্য এবং অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরতে ‘কুয়াকাটা মেগা বিচ কার্নিভাল’র আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে শনিবার।

প্রথমবারের মতো কুয়াকাটায় তিন দিনব্যাপী কার্নিভালের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজসহ আরো অনেকে।

১৬ জানুয়ারি পর্যন্ত এ বিচ কার্নিভালের আয়োজন করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। সহযোগিতায় বাংলাদেশ পর্যটন করপোরেশন, বাংলাদেশ ন্যাশনাল ট্যুরিজম করপোরেশন এবং ভিজিট বাংলাদেশ।

উদ্বোধনী দিন শনিবার সকাল ৯টায় পর্যটন করপোরেশন কম্পাউন্ড থেকে কুয়াকাটা সৈকত পর্যন্ত শোভাযাত্রা রয়েছে। এরপর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের পর তিনদিনের কার্নিভালে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, ঘুড়ি উৎসব, ফুড ফেস্টিভ্যাল ও মেলা, ওয়াটারবাইক ও এটিভি রাইডস, হিউম্যান ফুটবল, অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, থ্রি টপ অ্যাক্টিভেটস, ফরেস্ট ট্র্যাকিং, ওয়াকিং সাইকল শোভাযাত্রাসহ বিভিন্ন আয়োজন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন