মতিঝিল ও আশপাশ এলাকায় দিনভর হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  15-01-2017 06:54PM

পিএনএস, এবিসিদ্দিক : আজ ১৫ জানুয়ারী রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিকবাংলার মোড়, বায়তুল মোকাররম সহ আশ-পাশ এলাকা দিনভর চলে হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ। এসব এলাকায় সকাল ১১ টা থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। পুলিশ,আনসার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিরাপত্তা কর্মী ও শ্রমিকরা উচ্ছেদ অভিযানে অংশ নেয়। এসময় ফুটপাতের কয়েক হাজার দোকানপাট ভেঙ্গে ফেলা হয়ে। হকাররা তাদের মালামাল নিয়ে এদিক-ওদিক ছুটাছুটি করে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে চা, বিস্কুট, ভাত তরকারি সহ নানা খাবার।

মতিঝিল এলাকায় ফল ও তরিতরকারি দোকানিরা তাদের মালামাল রেখেই ছুটাছুটি করতে দেখা যায়। অনেক হকারের টাকা-পয়সাও খোয়া যায় বলে তারা অভিযোগ করে। পল্টন এলাকা দুপুরে হকার ও উচ্ছেদকারিদের মধ্যে বিক্ষিপ্ত সংর্ঘষও হয়। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন পরিচ্ছন নগরী গড়ে হকার উচ্ছেদের ঘোষনা দেন যার প্রেক্ষিতেই এই অভিযান। অপরদিকে গুলিস্তান এলাকায় নিষেধ অমান্য করেই আজ হকাররা দোকান নিয়ে বসে। হকার উচ্ছেদের প্রতিবাদে কাল নগর ভবন ঘেরাও করা হবে বলে হকাররা জানায়।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন