ইতেহাদে গেলেন প্রধানমন্ত্রী ফিরবেন এমিরেটসে

  16-01-2017 08:59AM

পিএনএস ডেস্ক: সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার রাত ৯টা ৪৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইতেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।

আগামী ১৬ থেকে ২০ জানুয়ারি ফোরামের বার্ষিক সাধারণ সভায় যোগদান শেষে ২১ জানুয়ারি সকাল ১০ টা ১৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচির তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীকে বহনকারী ইতেহাদ এয়ারলাইন্সের বিমানটি দুবাইতে ট্রানজিট শেষে ১৬ জানুয়ারি সকাল ৮টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরে অবতরণ করবে।

১৭ জানুয়ারি সকাল ৯টায় কংগ্রেস সেন্টারের ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনীতে যোগ দেবেন। বেলা ২টা থেকে ‘শেপিং এ নিউ ওয়াটার ইকনোমি’ শীর্ষক কর্মশালায় অংশ নেবেনে। এ দিন বিকেল সাড়ে ৫টায় ‘দক্ষিণ এশিয়ায় সহযোগীতা’ শীর্ষক পর্যালোচনামূলক সভায় যোগ দেবেন। পরে রাতে ক্লাউস এবং হিডেল স্কোয়ার এ ব্যক্তিগত উদ্যোগে ‘ডেভস ক্লোস্টার্স মোরোসানি স্কুইজারহোফ এর গ্র্যান্ড হলে’ ডিনারে অংশ নেবেন।


১৮ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় কংগ্রেস হলে ‘ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার’ শীর্ষক কর্মসূচিতে যোগ দেবেন। এ দিন বিকেল ৬ টায় পরিকল্পনামূলক ‘লিডিং দ্য ফাইট এগেইন্সট ক্লাইমেটট চেঞ্জ’-পর্বে যোগ দেবেন।

১৯ জানুয়ারি বেলা ১২টা থেকে ‘ইনফরমাল গেদারিং অফ ওয়াল্ড ইকনোমিক লিডার্স : রেসপন্সিভ অ্যান্ড রেসপন্সিবল লিডারশিপ ইন এ মাল্টিপোলার ওয়ার্ল্ড’ শীর্ষক পর্যালোচনামূলক পর্বে যোগ দেবেন। সাড়ে ৮টায় নারী নেতাদের সঙ্গে রাতের খাবারে অংশ নেবেন।


২০ জানুয়ারি দুপুর ২টা ৩৫মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবেন। দুবাই ট্রানজিট হয়ে ২১ জানুয়ারি সকাল ১০ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সরকারের উচ্চপদস্ত কর্মকর্তারা রয়েছেন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন