কে এই কিলার নূর হোসেন?

  16-01-2017 02:05PM

পিএনএস ডেস্ক: সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ছিলেন ট্রাকের হেলপার। ৯০ দশকের আগে ট্রাক হেলপার হিসেবে কাজ শুরু করেন। পরে হয়ে উঠলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি। চাঁদা আদায় করতেন নারায়ণগঞ্জের ব্যবসায়ীদের কাছ থেকে। নদীর বালু তোলা থেকে শুরু করে যুক্ত হন মাদক ব্যবসায়। গড়ে তোলেন মাদক সাম্রাজ্য। অস্ত্র, মাদক ব্যবসা, চোরাকারবারী, ভাড়ায় মানুষ খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, জুয়ার আসর ও অন্যের জমি দখল করাই হয়ে উঠে তার মূল পেশা।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল টেকপাড়া এলাকার মৃত হাজী বদর উদ্দিনের ছেলে নূর হোসেন। ছয় ভাইয়ের মধ্যে নূর হোসেন তৃতীয়। পৈতৃক সূত্রেই জায়গা জমির মালিক নূর হোসেন। শিক্ষা ধিক্ষায় পিছিয়ে থাকা নূর হোসেন ইচ্ছা পোষণ করে গাড়ির চালক হওয়ার। ৯০ দশকের আগে সিদ্ধিরগঞ্জের আ. মান্নান কন্ট্রাকটারের মাধ্যমে ট্রাক হেলপার হিসেবে কাজ শুরু করে।

রাজনৈতিক পালা বদলে দেশের শীর্ষ কোন দল বাদ দেননি আলোচিত এই নূর হোসেন। ১৯৮৫ সালে এরশাদের কর্মী হয়ে রাজনীতিতে নাম লেখান তিনি। পরে, ১৯৯২ সালে সিদ্ধিরগঞ্জ ইউপির চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিনের আশীর্বাদে। ১৯৯৫ সালে আদমজীতে খালেদা জিয়ার জনসভা থেকে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। বোমা হামলা চালান এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদের গাড়িতে। চলে আসেন আলোচনায়। শুরু করেন প্রকাশ্য রাজনীতি। নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা শামীম ওসমান সাংসদ নির্বাচিত হলে দলবদল করেন নূর হোসেন। ১৯৯৮ সালে চলে আসেন শামীম ওসমানের ছত্রছায়ায়। ছেড়ে দেন গিয়াস উদ্দিনের সঙ্গ। গড়ে তোলেন নিজস্ব বাহিনী। হত্যার চেষ্টা করেন প্রতিপক্ষ নজরুল ইসলামকে।

২০০১ সালে নির্বাচনে আওয়ামী লীগ পরাজিত হলে দেশ ছেড়ে পালিয়ে যান নূর হোসেন। বর্তমান সরকার ক্ষমতা নেয়ার পর দেশে ফিরে আসেন তিনি। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের নেতাদের পেছনে খরচ করেন মোটা অংক। ২০১৩ সালে দখলে নেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির পদটি। পরিচিতি পান নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমানের কাছের লোক হিসেবে। পর পর দু’বার নির্বাচিত হন ওয়ার্ড কাউন্সিলর। এর পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। সর্বশেষ নারায়ণগঞ্জে ৭ খুনের পর সকল অপকর্মের রহস্য ফাঁস হয়ে যায় তার।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন