‘গ্রামে থেকেই মানুষ এখন শহরের সুবিধা পাবে’

  17-01-2017 01:50AM

পিএনএস ডেস্ক: কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, গ্রামে থেকেই মানুষ এখন শহরের সুবিধা পাবে। সেই লক্ষ্য রেখেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
সোমবার নালিতাবাড়ী উপজেলার কাপাসিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রণোদনার অর্থ ও শীত বস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় কৃষিমন্ত্রীর সাথে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম, জেলা পুলিশ সুপার রফিকুল হাসান গণি, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়াউল হক, সাধারণ সম্পাদক ফজলুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন