জামালপুরে চূড়ান্ত ভূমি রেকর্ড প্রকাশনা ও ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনার উদ্বোধন হচ্ছে

  17-01-2017 06:39PM

পিএনএস : ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার লক্ষ্যে আগামি ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় জামালপুর জোনাল সেটেলমেন্ট অফিস চত্ত্বরে জামালপুর সদর উপজেলার ভূমি ব্যবস্থাপনা আধুনিকায়নে ‘চূড়ান্ত রেকর্ড প্রকাশনা ও সমন্বিত ডিজিটাল ভূমি রেকর্ড ব্যবস্থাপনা’ এর উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি.। ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় ভূমি মন্ত্রণালয় এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্ট্র্যাংদেনিং এ্যাকসেস টু ল্যান্ড এ্যান্ড প্রোপার্টি রাইটস ফর অল সিটিজেনস অব বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানটি পরিচালিত হবে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি., বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এম.পি., ভূমিমন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা এম.পি., ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সালেহ উদ্দিন, জামালপুর জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান, হেড অব ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশন বাংলাদেশের হেড অব কো-অপারেশন-হেড অব ইউনিট, মিনিস্টার কাউন্সেলর মি. মারিও রনকনি এবং ইন্টারনাশনাল আইটি এক্সপার্ট, পিটিএটি, ড. অউভো ফিনে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ। স্ট্র্যাংদেনিং এ্যাকসেস টু ল্যান্ড এ্যান্ড প্রোপার্টি রাইটস ফর অল সিটিজেন অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক মো. শামসুল আলম সমন্বয়ক হিসেবে উপস্থিত থাকবেন।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন