রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণ

  20-01-2017 01:36AM

পিএনএস ডেস্ক: চলতি বছরে জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আগামী রোববার সন্ধ্যা ৬টায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
রোববার বিকেল ৪টায় বসছে দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। গত ৩ জানুয়ারি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।
বিধি অনুযায়ী, প্রতিবছরের প্রথম অধিবেশনে সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেই ধারাবাহিকতায় এ বছরের প্রথম বা শীতকালীন অধিবেশনের শুরুর দিন ভাষণ দেবেন তিনি। এর পর অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা করবেন।
এর আগে গত বছরের ৮ ডিসেম্বর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন