`নারী শিক্ষার বিকল্প নেই’

  20-01-2017 07:48AM

পিএনএস: টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে নারী শিক্ষার প্রসারের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব উইমেন্স ফেডারেশন কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বের বুকে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, ছাত্রজীবন জীবনের সবচেয়ে মূল্যবান অধ্যায়। ছাত্রজীবনকে জ্ঞান অর্জন ও নিজেকে প্রতিষ্ঠার কাজে লাগাতে হবে।
এ সময়ে তিনি শিক্ষার্থীদের প্রতি জ্ঞান চর্চার মাধ্যমে আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য আহবান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের সভাপতি সাহানারা আব্দুল্লাহ, কলেজের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, সাবেক অধ্যক্ষ রাশিদা হোসেন প্রমুখ।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন