রোববার জাতীয় সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

  20-01-2017 12:55PM

পিএনএস ডেস্ক: জাতীয় সংসদে আগামী রোববার ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেস সচিব মোহাম্মদ মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টায় জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন। বছরের প্রথম অধিবেশনে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে সংসদে ভাষণ দিয়ে থাকেন। এরপর তার বক্তব্যের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সংসদে মাসব্যাপী আলোচনা হয়।

এ ছাড়া ওদিন বিকেল ৪টায় সংসদের ১৪তম অধিবেশন শুরু হলেও কিছুক্ষণের জন্য তা মুলতবি রাখা হবে। সংসদের রেওয়াজ অনুযায়ী চলমান সংসদের কোনো সদস্য মারা গেলে অধিবেশন শুরুর পর শোক প্রস্তাব এনে এ বিষয়ে আলোচনার পর সংসদের বৈঠক মুলতবি করা হয়।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন।

এর আগে গত বছরের ৮ ডিসেম্বর জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বান করতে হয়।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন