অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর মৃত্যু

  21-01-2017 12:01AM


পিএনএস ডেস্ক: রাজধানীর পল্লবীর মিরপুর ১১নং সেকশনের একটি সড়কে ব্যাটারী চালিত অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে সুমাইয়া আক্তার (২৪) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ঘটনাটি ঘটেছে। মৃত সুমাইয়া মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ইদ্রিস আলীর মেয়ে।

সুমাইয়া মিরপুর ১২ নম্বর সেকশনের কালাপানি এলাকার একটি বাসায় স্বামী কাজী ফারুকের এর সাথে ভাড়া থাকতো।

গৃহবধুর মামা আতাউর রহমান জানান, বিকেলে খালাতো বোন ইলা আক্তার ও ১ বছরের মেয়ে তানহাকে নিয়ে অটোরিক্সাযোগে মিরপুরের বাসা থেকে তার আর এক খালাতো বোন টুনটুনির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় রিক্সার চাকার সাথে ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাকে মৃত ঘোষণা করে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয় নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন