মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

  23-01-2017 04:03PM

পিএনএস ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং শেষরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ফলে দেশের প্রধান দুই ফেরি রুটসহ সারাদেশে নৌযান চলাচল ব্যাহত হতে পারে। এ সময় কুয়াশার কারণে দেশের সড়ক যোগাযোগও কিছুটা বিঘ্নিত হতে পারে।

আজ (সোমবার) দুপুরে আবহাওয়া অধিদফতরের নিয়মিত সংবাদ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, এ সময় দেশের শ্রীমঙ্গল, রাজশাহী ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। তবে কোনো কোনো এলাকায় শৈত্যপ্রবাহের কিছুটা উন্নতি হবে।

আজ (সোমবার) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৮ মিনিটে ও আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় ভোর ৬টা ৪২ মিনিটে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন