তিন দিনের সফরে ঢাকা আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট

  24-01-2017 07:03AM


পিএনএস ডেস্ক: প্রথমবারের মত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিন দিনের সফরে ঢাকা আসছেন। ১ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন তিনি।
সোমবার চিফ অব প্রটোকল শহীদুল ইসলামের সঙ্গে মাহমুদ আব্বাসের সফর নিয়ে আলোচনা করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।
এর পর তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিলিস্তিনের প্রেসিডেন্টের সফর নিয়ে দুই পক্ষ আলোচনা করছে। সফরে দুটি চুক্তি সাক্ষরের বিষয়ে আলোচনা চলছে, কিন্তু এখনো কিছু চূড়ান্ত হয়নি’।
মাহমুদ আব্বাসের সঙ্গে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন