মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ২ বাংলাদেশিসহ আটক ৪

  24-01-2017 10:56AM


পিএনএস ডেস্ক: মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে ২ বাংলাদেশিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে নারীও রয়েছেন।

তাদের বয়স ২৭ থেকে ৩১ বছরের মধ্যে।

স্থানীয় সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, গত ১৩ ও ১৯ জানুয়ারি কুয়ালালামপুর ও সাবাহ প্রদেশে পৃথক অভিযানে তাদের আটক করে মালয়েশিয়ার স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন।

দুই বাংলাদেশি ছাড়া বাকি দু’জনের একজন ৩১ বছর বয়সী ফিলিপিনের নাগরিক। অপরজন ২৭ বছর বয়সী মালয়েশিয়ান এক নারী বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জঙ্গি সন্দেহে আটক দুই বাংলাদেশির বয়স ২৭ থেকে ২৮। গত বৃহস্পতিবার কুয়ালালামপুর থেকে তাদের আটক করা হয়। আটক দু’জনই বিক্রয়কর্মী। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে তারা যোগাযোগের চেষ্টা করছিলেন বলে রিপোর্টে বলা হয়েছে।

মালয়েশিয়ান পুলিশের আইজি তান শ্রী খালিদ আবু বকর বলেন, অভিযানের মাধ্যমে প্রমাণিত হয় জঙ্গি নির্মূলে মালয়েশিয়া পুলিশ কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

তবে আটক দুই বাংলাদেশির নাম-পরিচয় জানা যায়নি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন