শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ আটক ২

  21-02-2017 02:21PM

পিএনএস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে চালিয়ে ৩ কেজি স্বর্ণসহ দু’জনকে আটক করেছে ঢাকা শুল্ক কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিরা হলেন- মুন্সীগঞ্জের মামুন হোসাইন (৩১) ও চট্টগ্রামের মোসলেম উদ্দিন (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা শুল্ক কর্তৃপক্ষের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির। তিনি জানান, মালয়শিয়া থেকে মালিন্দো এয়ারলাইন্সের ওডি ১৬২ নম্বর উড়োজাহাজে রাত সাড়ে ১২টায় শাহজালালে অবতরণ করেন মামুন হোসাইন।

গ্রিন চ্যানেলে তল্লাশীর সময় শুল্কযোগ্য পণ্য আনার কথা অস্বীকার করেন তিনি। এরপর প্রিভেনটিভ টিম তার সঙ্গে থাকা চার্জার লাইটের ব্যাটারি স্ক্যান করেন। এতে ব্যাটারির মধ্যে ৬টি করে মোট ১৮টি স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়।

আটক স্বর্ণের ওজন ১ কেজি ৮০০ গ্রাম; যার মূল্য ৯০ লাখ টাকা। আটক মামুনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

অন্যদিকে মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ওমানের আরএক্স ০৭২৪ নম্বর বিমানে মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন মোসলেম উদ্দিন। তিনি চট্টগ্রাম থেকে বিমানে উঠে টয়লেটে গিয়ে মলদ্বার দিয়ে ৮টি স্বর্ণের বার পেটে প্রবেশ করান।

শাহজালালে অবতরণের পর তার পেট এক্স-রে করে স্বর্ণের অস্তিত্বের কথা জানা যায়। মোসলেমের কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯২৮ গ্রাম, এর মূল্য ৪৬ লাখ টাকা।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন