‘মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের বিষয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত’

  22-02-2017 01:58AM

পিএনএস: আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হাতে ৩০ লাখ বাঙালির শহীদের বিষয়টি জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
বেগম খালেদা জিয়া শহীদদের সংখ্যা নিয়ে যে মন্তব্য করেছেন তা শহীদদের প্রতি অশ্রদ্ধার শামিল। ক্ষমার অযোগ্য ও অমার্জনীয় অপরাধ।
মঙ্গলবার কাজীপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ৫২’র ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করেন ও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন।
পরে তিনি আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিএনপি’র দাবি নাকচ করে দিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এটি নিয়ে তারা অহেতুক ধুম্রজাল সৃষ্টি করছে। রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপি এই কাজ করছে। এর কোনো ভিত্তি নেই। সংসদীয় গণতন্ত্রের দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর কোনো বিকল্প নেই।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন