অনলাইন ট্র্যাভেলার্স কার্নিভাল শুক্রবার শুরু

  23-02-2017 08:16PM

পিএনএস: ‘আগে দেখি নিজের দেশ!’ স্লোগান নিয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে প্রথমবারের মতো অনলাইন ট্র্যাভেলার্স কার্নিভাল শুরু হচ্ছে কাল শুক্রবার থেকে। দুদিনব্যাপী এই কার্নিভাল রাজধানীর মহাখালীতে অবস্থিত পর্যটন করপোরেশনের হোটেলে অবকাশের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হবে।

শুক্রবার বেলা ১১টায় কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এভারেস্ট শৃঙ্গ বিজয়ী এম এ মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী।

প্রথম দিন বিকেল ৪টায় বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশপ্রধানের নেতৃত্বে এর প্রতিনিধিদলের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবে কার্নিভালে অংশগ্রহণকারী গ্রুপগুলোর প্রতিনিধিদল। ওই দিন সন্ধ্যায় থাকছে ট্র্যাভেল ফ্যাশন শো ও লোকগান।

দ্বিতীয় দিন শনিবার বেলা ১১টায় পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে পার্বত্য অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন কার্নিভালে অংশগ্রহণকারী গ্রুপ প্রতিনিধিরা। ওই দিন বিকেল ৪টায় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজন থাকবে। এরপর হবে সমাপনী অনুষ্ঠান।

কার্নিভালে অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক ২১টি ভ্রমণ দল অংশ নিচ্ছে। এগুলো হলো বিন্দাস, বৃত্ত ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম, ছন্নছাড়ার দল, বেড়াই বাংলাদেশ, ভ্রমণ বাংলাদেশ, লেটস সি বাংলাদেশ, ট্র্যাভেলেটস অব বাংলাদেশ, ট্র্যাভেলার্স আই বাংলাদেশ (টিইও), হলিডে ট্র্যাভেলার্স অব বাংলাদেশ, দ্য ট্র্যাভেল গ্রুপ (টিটিজি), ট্যুর গ্রুপ বিডি (টিজিবি), দ্য গ্রিন ট্র্যাভেলার্স, ট্র্যাভেলার্স অব ঢাকা (টিওডি), কান্ট্রি ট্যুরিজম, ইকো ট্যুরিজম, বাংলার অভিযান, দেশের ট্রেকার, বাংলার ট্রেকার, ট্রেকার্স অব বাংলাদেশ, এক্সট্রিম ট্রেকার অব বাংলাদেশ ও ভার্টিক্যাল ড্রিমার্স।


পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন