শেখ হাসিনা ভারত সফর যাবেন এপ্রিলে

  23-02-2017 10:09PM

পিএনএস : এপ্রিলের প্রথমার্ধে ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সফরের বিষয়টি চূড়ান্ত করেন।


প্রায় আধা ঘণ্টার ওই বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, ভারতের পররাষ্ট্রসচিব বলেছেন এ সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো মজবুত হবে। জয়শঙ্কর জানান, সফরে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ছাড়াও যোগাযোগের বিষয়টি গুরুত্ব পাবে।


সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী সীমানা ও ছিটমহল সমস্যা সমাধানের কথা উল্লেখ করে বলেন, ভালো মানসিকতা নিয়ে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যা সমাধান সম্ভব। সেই সঙ্গে তিনি যোগাযোগ এবং মানুষের কল্যাণে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন।


জানা গেছে, গত বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতির অভাবে তা পিছিয়ে যায়। বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল





@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন