লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে হামলা

  25-02-2017 10:46AM

পিএনএস ডেস্ক:লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে এক দল দুর্বৃত্তরা। এলোপাতারি গুলি ছুড়তে থাকে দুর্বৃত্তরা। এতে অল্পের জন্য প্র‍াণে রক্ষা পেয়েছেন রাষ্ট্রদূত মুহাম্মদ মোজাম্মেল হক।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ হামলা হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা ‌এখনও নিশ্চিত করে জানা যায়নি। হামলার সময় দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবসের দ্বিতীয় দিনের অনুষ্ঠ‍ান চলছিল। এসময় তিনটি বুলেট দূতাবাসের দেয়ালে লাগে।

উল্লেখ্য, লিবিয়ার বাংলাদেশ দূত্রাবাসে রাষ্ট্রদূত ও চার কর্মকর্তাসহ ১৯ জন কর্মরত আছেন। যুদ্ধাহত লিবিয়াতে বর্তমানে চার থেকে পাঁচটি সরকার শাসন করছে। মিলিশিয়া বাহিনীর দখলে ত্রিপোলি। ত্রিপোলির নির্বাচিত সরকার ত্রিপোলি থেকে অনেক দূরে অবস্থান করছে। বেনগাজিতে আরেকটি সরকার শাসন করছে।


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন