প্রবাসীরা ৭ দিনের মধ্যে পাসপোর্ট পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী

  25-02-2017 04:27PM

পিএনএস ডেস্ক: প্রবাসী বাংলাদেশিরা যেকোনো মূল্যে সাতদিনের মধ্যে পাসপোর্ট পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে তিন থেকে ছয়মাস লেগে যেত। আমরা পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোয় বিভিন্ন প্রক্রিয়ায় সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আমরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছি। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন।’

মন্ত্রী বলেন, ‘জঙ্গিদের হাতে যাতে পাসপোর্ট না যায় সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাত দিয়ে কোনো জঙ্গি-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পাসপোর্ট সেবা আরও ভালোভাবে নিশ্চিত করতে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রয়োজন। শূন্যপদে জনবল নিয়োগ করাও দরকার।’

বর্তমানে পাসপোর্ট সেবা প্রক্রিয়ার প্রশংসার পাশাপাশি জঙ্গিদের হাতে পাসপোর্ট যাওয়ার বিষয়টিরও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, ‘পাসপোর্টের সঙ্গে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড জড়িত। ৩০ বিলিয়ন রিজার্ভ অর্জনের ক্ষেত্রে বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অবদান রয়েছে। এ উন্নয়নের ভিন্ন পিঠও আছে। সাম্প্রতিক সময়ে দেখছি একজন ব্লগার হত্যাকারী পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিল। এসব বিষয় সজাগ থাকতে হবে।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন