আজ থেকে শুরু হচেছ ৪র্থ এশিয়া এলপিজি সামিট-২০১৭

  26-02-2017 09:15AM


পিএনএস, এবিসিদ্দিক: আজ থেকে বাংলাদেশে প্রথমবারের মতো ৪র্থ এশিয়া এলপিজি সামিট-২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় রোববার দুইদিনের এই আন্তর্জাতিক সামিটের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এশিয়া এলপিজি সামিটের আয়োজন করছে আর্ন্তজাতিক এলপিজি অ্যাসোসিয়েশন, অল ইভেন্ট গ্রুপ-সিঙ্গাপুর ও বাংলাদেশের গ্লোবাল ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড। আয়োজকরা জানান, সামিটে দেশি ও বিদেশি প্রায় ৫০টির মতো এলপিজি প্রতিষ্ঠান অংশ নেবে।

তারা তাদের অত্যাধুনিক প্রযুক্তি ও এর সুবিধার বিষয়টি প্রদর্শন করবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিমউদ্দিন চৌধুরী ও পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ উপস্থিত থাকবেন। অন্যদিকে সমাপনী অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম উপস্থিত থাকার কথা রয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন