জমিদার বাড়ি হবে আবাসিক হোটেল

  26-02-2017 09:18PM

পিএনএস : রাজবাড়ীসহ যেসব জেলায় জমিদার বাড়ি রয়েছে, সেগুলোকে আবাসিক হোটেল গড়ে তোলার সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এসব আবাসিক হোটেল পর্যটকদের জন্য আকর্ষণীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করে কমিটি।

রোববার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে কমিটির বৈঠকে এ প্রস্তাব করা হয়।

বৈঠকে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক রাজবাড়ি বা জমিদার বাড়ির সংস্কারে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে যেকোনো একটিকে আবাসিক হোটেল হিসেবে গড়ে তুলে পর্যটক আকর্ষণে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের টিকিট বিক্রি থেকে যে আয় হয়, তার একটি নির্দিষ্ট অংশ ওই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের রক্ষণাবেক্ষণের কাজে ব্যয়েরও সুপারিশ করে।

কমিটির সভাপতি সিমিন হোসেন রিমির সভাপতিত্বে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, কাজী কেরামত আলী ও জেবুন্নেছা আফরোজ বৈঠকে অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন