গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকে কষ্টের মধ্যে ফেলেছেন: রিজভী

  26-02-2017 10:44PM

পিএনএস : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গ্যাসের মূল্য বৃদ্ধির সরকারি ঘোষণার পর পরই বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণা সম্পূর্ণভাবে জনস্বার্থের পরিপন্থী। বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কথাবার্তাকে ‘সদম্ভ ও সন্ত্রাসী বক্তব্য’ বলে অভিহিত করেন রিজভী।

রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী আখ্যা দিয়ে তা প্রত্যাহার করার দাবি জানান তিনি।

রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণকে যে কষ্টের মধ্যে ফেলেছেন সে কষ্ট উত্তরণের কথা তো দূরে থাক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে আস্ফালন করে বিদ্যুতের দাম বৃদ্ধির কথা বলেছেন, আমি গতকালও বলেছি, এটা সদম্ভ, সন্ত্রাসী বক্তব্য।

দেশের সড়ক ও মহাসড়কগুলো মৃত্যুখাদে পরিণত হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, গত মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৪১৬ জন আর আহতের সংখ্যা এক হাজার ১২ জনে দাঁড়িয়েছে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে কার্যকর পদক্ষেপ না নেয়ার সমালোচনা করেন তিনি।

পিএনএস/মো: শ্যামল ইসলাম রাসেল




@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন