আজ সংসদে পাস হবে ‘বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭’

  27-02-2017 09:42AM


পিএনএস, এবিসিদ্দিক: আজ জাতীয় সংসদে পাস হবে ‘বাল্যবিবাহ নিরোধ বিল-২০১৭’। বিলটি যাচাই-বাছ্ইায়ের পর আজ সোমবার পাস করার জন্য দিনের কর্মসূচীতে রাখা হয়েছে বলে জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

এর আগে মন্ত্রিসভায় বাল্য বিবাহ রোধকল্পে সিন্ধান্ত হয় যা পরে আইনে পরিনত করার জন্য জাতীয় সংসদে বিল আকারে উত্থাপিত হয়েছিল। দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বাল্যবিবাহ অত্যন্ত ভয়াবহ একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে বাল্যবিবাহ বলতে বাল্যকাল বা নাবালক বয়সে ছেলেমেয়েদের মধ্যে বিবাহকে বোঝায়।

এছাড়া বর-কনে উভয়ের বা একজনের বয়স বিয়ের দ্বারা নির্ধারিত বয়সের চেয়ে কম বয়সে হলে তা আইনে বাল্যবিবাহ বলে চিহ্নিত। জনসংখ্যাতত্ত্বের দিক দিয়ে অপেক্ষাকৃত প্রাপ্তবয়সে বিবাহ সুবিধাজনক। ভবিষ্যতে সন্তানের মা যিনি হবেন, তাঁকে অবশ্যই পরিপক্ব হতে হবে। বর্তমানে বাংলাদেশে বাল্যবিয়ে একটি সামাজিক ব্যধির মত হয়ে দেখা দিয়েছে। গ্রামগঞ্জে হরদম চলছে বাল্যবিয়ে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন