পেট্রোবাংলা অধীনস্থ কোম্পানী বর্তমানে ১৩টি

  27-02-2017 10:02AM


পিএনএস, এবিসিদ্দিক: পেট্রোবাংলা এর অধীন ১৩টি কোম্পানির মাধ্যমে দেশের তেল, গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধান, উন্নয়ন, উৎপাদন, পরিচালন ও কার্যক্রম পরিচালনা করে থাকে। এ সব কার্যক্রমের মধ্যে গ্যাসের উপজাত কনডেনসেট/এনজিএল থেকে পেট্রোল ও ডিজেল উৎপাদন, এলপিজি উৎপাদন ও সরবরাহ এবং বিকল্প জ্বালানির উৎস হিসেবে দেশে কয়লা আহরণ এবং নির্মাণ সামগ্রী হিসেবে গ্রানাইট আহরণের কার্যক্রমে পেট্রোবাংলা নিয়োজিত।

পেট্রোবাংলা-এর আওতাধীন ১৩টি কোম্পানির মধ্যে ১টি অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি, ২টি উৎপাদন কোম্পানি, ১টি সঞ্চালন কোম্পানি, ৬টি বিতরণ কোম্পানি, ১টি রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি এবং ১টি কয়লা ও ১টি গ্রানাইট মাইনিং কোম্পানি অন্তর্ভুক্ত রয়েছে। ১৩টি কো¤পানির মধ্যে ১২টি কোম্পানির ১০০% শেয়ার সরকারের পক্ষে পেট্রোবাংলা ধারণ করে। কেবলমাত্র গ্যাস বিপণন কার্যক্রমে নিয়োজিত তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেড-এর ৭৫% শেয়ার পেট্রোবাংলা ধারণ করে। মোট অনুসন্ধান কূপ : ৭ টি (মোবারকপুর চলমান) আবিষ্কৃত গ্যাসক্ষেত্র : ৫ টি,উৎপাদনক্ষম গ্যাসক্ষেত্র : ৮ টি মোট গ্যাস মজুদ : ১.৫ ট্রিলিয়ন ঘনফুট, দৈনিক গ্যাস উৎপাদন : ১৩০ মিলিয়ন ঘনফুট, মোট ভূতাত্ত্বিক জরীপ : ২৪৩৫ লাইন-কিলোমিটার। মোট দ্বিমাত্রিক ভূ-কম্পন জরীপ : ৭৩১৫ লাইন-কিলোমিটার মোট ত্রিমাত্রিক ভূ-কম্পন জরীপ : ২৩৮০ বর্গ কিলোমিটার, খনন রিগের সংখ্যা : ৪ টি, ওয়ার্ক-ওভার রিগের সংখ্যা : ২ টি মাড ল্যাবরেটরি : ৩ টি মাডলগিং ইউনিট : ৩ টি, সিমেন্টিং ইউনিট : ২ টি। ভূতাত্ত্বিক জরীপ ও মূল্যায়ন, ভূ-কম্পন জরীপ (দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ), কূপ খনন ও ওয়ার্ক-ওভার, রিগ ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, স্থানান্তর, সংযোজন ও বিয়োজন, মাডলগিং ও মাড ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ওয়েল সিমেন্টিং, কূপ পরীক্ষণ, তৈল-গ্যাস ও শিলানমুনা বিশ্লেষণ, ভূতাত্ত্বিক/ভূ-পদার্থিক/খনন/তেল-গ্যাস উপাত্ত সংরক্ষণ ও ব্যবস্থাপনা, তৈল-গ্যাস মজুদ নির্ণয়, খনন ও খনন সংক্রান্ত ভৌত অবকাঠামো নির্মাণ, গ্যাস উত্তোলন ও প্রক্রিয়াকরণ।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন