রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

  27-02-2017 07:30PM

পিএনএস: আগামী ১ মার্চ নীলফামারীর সৈয়দপুরসহ দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস বিফ্রিং অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি- ২ এর উদ্যোগে ওই প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

বিফ্রিংয়ে জানানো হয়েছে, সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে ৪৬টি গ্রাম রয়েছে। রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি ২ এর আওতাধীন ওই সব গ্রাম এলাকায় ৪৮৭ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে। গত ২ মাসে ৫টি ইউনিয়নে ক্র্যাস প্রোগ্রামের মাধ্যমে ১৬ হাজার ৫১১ জন নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়।

বর্তমানে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নে পল্লী বিদ্যূৎ সংযোগ রয়েছে ৩২ হাজার ১৮৭টি। এতে ব্যয় হয়েছে ৭০ কোটি টাকা। যার মাধ্যমে উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের মধ্যে এসেছে। আগামী ১ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সৈয়দপুর উপজেলাসহ দেশের ১০টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ওই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। এ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বিদ্যুৎ সুবিধাভোগীসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবেন।

প্রেস বিফ্রিংয়ে রংপুর পল্লী বিদ্যূৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. সোহরাব হোসেন সৈয়দপুর উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের তথ্য উপাত্ত তুলে ধরেন। সেই সঙ্গে তিনি প্রেস বিফ্রিংয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন