শাহবাগে পিকেটার-পুলিশ সংঘর্ষ চলছে, আটক ৫

  28-02-2017 11:13AM

পিএনএস ডেস্ক:গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার ৬টা থেকে ঢাকা মহানগরে বাম দলগুলোর হরতাল চলছে। সকাল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান নেন হরতালকারীরা।

সকাল সাড়ে ১০টার দিকে হরতালকারীদের অবস্থান লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে তারা শাহবাগ মোড় থেকে টিএসসির দিকে সরে যায়।

শাহবাগ মোড় থেকে হরতালকারীরা সরে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। হরতালকারীদের লক্ষ্য করে জলকামান থেকে গরম পানিও ছেটানো হয়েছে। পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পানি, টিয়ারসেল ও রাবার বুলেট ছুড়ছে পুলিশ।

এতে পুলিশসহ আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। এঘটনায় এখন পর্যন্ত নারীসহ ৪ জনকে আটক করার খবর পাওয়া গেছে। আটককৃতদের তাৎক্ষনিক নাম-পরিচয় জানা যায়নি।



পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন