তিস্তা চুক্তি হবে, সময় লাগতে পারে : ওবায়দুল

  24-03-2017 02:21PM

পিএনএস ডেস্ক:গঙ্গা চুক্তিও শেখ হাসিনার সরকার করেছে, তিস্তা চুক্তিও শেখ হাসিনার সরকারই করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে এ ক্ষেত্রে একটু সময় লাগতে পারে জানিয়েছেন তিনি।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানী গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর (দক্ষিণ) কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেখানে কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে। তাদের দেশের পরিবেশ-পরিস্থিতির বিষয় আছে। সব বিবেচনা করেই একটা সিদ্ধান্ত হয়। তাই হয়তো সময় লাগতে পারে। এবার না হলে পরে হবে। তবে এটা নিশ্চিত যে তিস্তা চুক্তি শেখ হাসিনা সরকারের সময়েই হবে।

ওবায়দুল কাদের বলেন, ৪১ বছর ধরে ঝুলে থাকা সীমান্ত চুক্তি হয়েছে। সীমান্তে এখন শান্তি বিরাজ করছে। সমুদ্র বিজয় হয়েছে। এগুলো এ সরকারই করেছে। সুতরাং দেশের স্বার্থ বজায় রেখে সব হবে। শুধু সময়ের ব্যাপার। তিনি বলেন, ‘একটা কথা মনে রাখতে হবে, এই সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে, সার্বভৌমত্বকে বিকিয়ে কিছুই করবে না। ভারতের সঙ্গে সামরিক-বেসামরিক যেকোনো চুক্তিই হবে সমতার ভিত্তিতে।’

জঙ্গিবাদ ইস্যুকে সরকার অতিরঞ্জিত করছে—বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘শোলাকিয়া, হলি আর্টিজান, আশকোনা, চান্দিনা, খিলগাঁও ও সীতাকুণ্ডের ঘটনা এসব কি পরিকল্পিত? অতিরঞ্জিত?’

‘যাদের মদদে জঙ্গিবাদ বিস্তার লাভ করেছে, এই জঙ্গিবাদ প্রতিরোধে বর্তমান সরকারের কার্যক্রমের জন্যই তাদের (বিএনপি) অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। এটাই হচ্ছে বাস্তবতা।’


পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন