রাজধানী সহ সারাদেশে পুলিশের সতর্কতা জারি

  26-03-2017 05:58PM

পিএনএস ডেস্ক: রাজধানী ও সিলেটে পুলিশের উপর জঙ্গি হামলার ঘটনায় সারাদেশেই সতর্কতা জারি করা হয়েছে। সর্তক রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দেশের ৬৪ জেলার পুলিশ সুপারকে এ ব্যাপারে সতর্কবার্তা পাঠানো হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে।

পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সহেলী ফেরদৌস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে পুলিশকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। পাশাপাশি অনগার্ড দ্বায়িত্ব পালনেরও নির্দেশ দেওয়া হয়েছে।’

ঢাকার বাইরের দুই জেলার পুলিশ সুপার বলেন, ‘পুলিশ সদর দপ্তর থেকে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বৃদ্ধি করার নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়াও চেকপোস্টে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে।’

শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দরের গোল চত্বরে ট্রাফিক পুলিশ বক্সের কাছে চেকপোস্টে আত্নঘাতী হামলা চালানোর চেষ্টা করে। এতে করে ঘটনাস্থলেই মারা যায় হামলাকারী। এছাড়াও শনিবার সিলেটে জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর প্যারাকমান্ডো অভিযান পরিচালনা করে। সন্ধ্যার দিকে ঘটনাস্থলে বাইরে এক জঙ্গি আত্নঘাতী হামলা করে। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান আবুল কালাম আজাদসহ অন্তত ৩০ জন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, ঘটনার পরপর সারাদেশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনাসহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদরের এক কর্মকর্তা বলেন, বিশেষ করে রাজশাহী, বগুড়া, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা, যশোর, চট্টগ্রামসহ দেশের গুরুত্বপূর্ণ বিভাগ ও জেলাগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ঘটনার পরপরই রাজধানীরও গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চেকপোস্ট বসানো হয়েছে। তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন যানবাহনে।

খিলগাঁও থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনার পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে বিশেষ বিশেষ এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সকল টহলটিমকে সতর্কতার সঙ্গে ডিউটি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

বাড্ডা থানার ওসি এম এ জলিল বলেন, ‘থানা এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরের টিমগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন