র‌্যাবের গোয়েন্দা প্রধান চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

  27-03-2017 01:59AM



পিএনএস: সিলেটের শিববাড়ি এলাকায় জঙ্গিবিরোধী অভিযানকালে জঙ্গি আস্তানার কিছু দূরে শনিবার (২৫ মার্চ) দুই দফায় বোমা বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) দু’জন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।

তারা হলেন—র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল আবুল কালাম আজাদ ও গোয়েন্দা কর্মকর্তা মেজর আজাদ। এদের মধ্যে লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য রবিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট অ্যালিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানিয়েছেন, লে. কর্নেল আবুল কালাম আজাদের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট অ্যালিজাবেথ হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, গুরুতর আহত র‌্যাবের এই দুই কর্মকর্তাকে শনিবার রাতেই সিলেট থেকে ঢাকা সিএমএইচয়ে ভর্তি করা হয়।

এর আগে, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন র‌্যাবের ওই দুই কর্মকর্তা। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় রাতে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে তাদের ঢাকায় আনা হয়।শনিবার সন্ধ্যা ৭টার দিকে ‘আতিয়া মহলে’ সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের জঙ্গিবিরোধী অভিযানের সময় দক্ষিণ সুরমার গোটাটিকর মাদ্রাসার সামনে পুলিশ চেকপোস্টের কাছে প্রথম বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর এক ঘণ্টার মাথায় রাত ৮টার দিকে আগের ঘটনাস্থলের কাছে পূর্ব পাঠানতলা মসজিদ এলাকায় আরেকটি বিস্ফোরণ হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ জন নিহত হন। আহত হন অন্তত ৪০ জন।

পিএনএস/হাফিজুল ইসলাম

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন