রাজধানীতে গ্যাসের আগুনে দুই শিশুসহ দগ্ধ ৩

  27-03-2017 07:17PM

পিএনএস: রাজধানীর জুরাইনের একটি বাড়িতে গ্যাসের আগুনে দুই শিশুসহ তিনজন দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আজ সোমবার সকালে জুরাইনের মুরাদপুরে এ ঘটনা ঘটে।

দগ্ধ তিনজন হলেন-বাড়ি মালিক মোরসালিন সরকার (৫৫) এবং দুই গৃহকর্মী ৯ বছর বয়সী শাওন ও হাসান।

এ বিষয়ে মোরসালিনের ভাতিজা সুমন সরকার জানান, তাদের পাশের বাসার চুলার গ্যাসের লাইনে লিকেজ ছিল। সকাল সাড়ে ৮টার দিকে শাওন ও হাসান বাড়ির নিচে পানির পাম্প চালু করার জন্য সুইচ চাপলে তা স্পার্ক হয়ে আগুন ধরে যায়। ওই সময় তার চাচা শিশু দুটিকে রক্ষা করতে গেলে তিনিও দগ্ধ হন। পরে আশপাশের লোকজন আগুন নিভিয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। দগ্ধ শিশু দুটি তার চাচার বাসায় কাজ করতো।

বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, মোরসালিনের শরীরের ২৮ শতাংশ, শাওনের শরীরের ২২ ভাগ ও হাসানের শরীরের ১৮ শতাংশ পুড়ে গেছে। তিনজনেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় তারা শঙ্কামুক্ত নন।

এ ব্যাপারে কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, গ্যাসের চুলার পাইপ লিকেজ হয়ে আগুনের ঘটনা ঘটেছে। এতে কারও অবহেলা ছিল কি-না তা তদন্ত করা হবে।



পিএনএস/বাকিবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন