আগরতলায় হচ্ছে দ্বিতীয় ডেপুটি হাই কমিশন

  29-03-2017 10:07PM

পিএনএস : ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশ অ্যাসিস্টেন্ট হাই কমিশনকে দ্বিতীয় ডেপুটি হাই কমিশনে উন্নীত করা হচ্ছে।

বুধবার (২৯ মার্চ) অ্যাসিস্টেন্ট হাই কমিশন সূত্রে এ তথ্য জানা যায়। বাংলাদেশ সরকার নীতিগতভাবে এ সংক্রান্ত কাজ শুরু করেছে।

ত্রিপুরা রাজ্যের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিলো আগরতলায় বাংলাদেশে ডেপুটি হাই কমিশন স্থাপন করার। রাজ্যবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে গতবছর আগরতলায় বাংলাদেশ ভিসা অফিসকে অ্যাসিস্টেন্ট হাই কমিশনে উন্নীত করা হয়।

আগরতলায় অ্যাসিস্টেন্ট হাই কমিশন স্থাপনের পর কমিশনের কর্মীদের পরিশ্রম ও দক্ষতার সঙ্গে কাজ করে সাফল্য অর্জন করায় বাংলাদেশ সরকার আগরতলায় ডেপুটি হাই কমিশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বলেও অভিমত সংশ্লিষ্টদের। ডেপুটি হাই কমিশন হলে কাজের পরিধি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন