ঝুম বৃষ্টি থাকবে আরও দুদিন

  22-04-2017 12:43PM

পিএনএস ডেস্ক: দেশের পাঁচটি বিভাগে আরও দুইদিন ভারী বর্ষণ বা অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জন্য এমন সতর্কতা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। শুক্রবার থেকে শুরু হওয়া বর্ষণ সোমবার পর্যন্ত চলতে পারে।

এই বর্ষণের ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। শনিবার আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক এ তথ্য জানান।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে অবস্থিত লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। এ কারণে রাজধানী ও তার আশপাশের এলাকায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এছাড়া দেশের দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। অপরদিকে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে। দিনের তাপমাত্র সামান্য হ্রাস পাবে।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন