‘প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়ন করতেই কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দান’

  22-04-2017 02:54PM


পিএনএস, সাভার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেয়া প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল।

তিনি বলেন, সেই লক্ষ্যে তিনি কয়েক বছর আগে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। সেই কমিটির প্রধান ছিলেন হেফাজতের মওলানা শাহাশফি। পরবর্তীতে সেই কমিটির প্রধান শাহ আহমদ শফি এবং কমিটির অন্যান্য আলেমরা যখন একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন তখন প্রধানমন্ত্রী এটাকে স্বীকৃতি দেন।

শনিবার সাভার সিটি সেন্টারের সামনে সাভারের বেদে সম্প্রদায়ের তৈরি পোশাক কারখানার শো-রুম ‘উত্তরণ’র উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবি ছিল। এখানে হেফাজতের কোনো সম্পৃক্ততা নেই। এটা মূলত যারা কাওমি মাদ্রসায় পড়ে তাদের দাবি পূরণ মাত্র বলেও উল্লেখ করেছেন তিনি।

এ সময় পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শফিউর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন