পাহাড়ে-হাওরে আবাসিক স্কুল হবে : প্রধানমন্ত্রী

  23-04-2017 07:22PM

পিএনএস : পাহাড় ও হাওর অঞ্চলে আবাসিক স্কুল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “হাওর এলাকায় পানি পার হয়ে আসাটা ঝুঁকি। পাহাড় এলাকায়ও মাইলের পর মাইল হাঁটতে হয়। সেখানেও তাদের জন্য কষ্ট। সেক্ষেত্রে আবাসিক স্কুলটাই ভালো হবে।”

রোববার শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী।


সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে সরকার উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর মায়ের মোবাইল ফোনে পাঠানোর ব্যবস্থা করেছে বলে জানান শেখ হাসিনা। তিনি বলেন, “সবাই উচ্চ শিক্ষা গ্রহণ করবে না এমন কথা চিন্তা করে অষ্টম শ্রেণির পর কারিগরিও বিজ্ঞান শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিয়েছে।”

স্বাধীনতার পর বঙ্গবন্ধুই প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করে সবার জন্য শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, শুধু বৃত্তি নয় শিক্ষার অধিকার নিশ্চিত করতে-তার সরকার শিক্ষা ব্যবস্থার অবকাঠামো উন্নয়নের দিকেও গুরুত্ব দিয়েছে।

পাকিস্তান আমলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে করা গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করবে সরকার। এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, “ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবি বঙ্গবন্ধুর বিরুদ্ধে যেসব রিপোর্ট তৈরি করেছে, সেগুলোকে ক্লাসিফায়েড করা হয়েছে ওগুলো আমরা তাড়াতাড়ি প্রকাশ করতে যাচ্ছি।”

পিএনএস/জে এ /মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন