উন্নয়ন কাজে সংশ্লিষ্টদের দীর্ঘসূত্রতা পরিহারের নির্দেশ ভূমি মন্ত্রীর

  24-04-2017 09:42PM

পিএনএস : ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, জমি অধিগ্রহণে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। তিনি বলেন, দীর্ঘসূত্রতা মানে আইনী জটিলতা। দীর্ঘসূত্রতার কারণেই বিদেশি বিনিয়োগকারীদের অনেকেই তাদের ফান্ড ফেরত নিয়েছে।

আজ বিকালে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ১১১তম কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির সভায় সভাপতির বক্তব্যে ভূমিমন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশ দেন।

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, ভূমি সংক্রান্ত কাজে সংশ্লিষ্টদের অধিকতর সতর্ক থাকতে হবে। তিনি সরকারের উন্নয়ন কাজে দীর্ঘসূত্রতা পরিহারের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় ২৪ দশমিক ৫৭৩৯ একর ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেছবাহ উল আলম, অতিরিক্ত সচিব আকরাম হোসেন, যুগ্মসচিব এস.এম. মনিরুল ইসলাম, উপসচিব মির্জা তারিক হিকমত ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন